
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নবায়ন, সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু’র সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু, গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সরকার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, সাবেক সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বীরু, সহ-সভাপতি আলতামাসুল প্রধান শিল্পী, সহ-সভাপতি আব্দুল আজিজ ইবনে ফরহাদ, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সৌরভ সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, দপ্তর সম্পাদক রোকোনুজ্জামান বুদু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু প্রমুখ। সভায় উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশ দেয়া হয়। সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ডে বর্ধিত সভা করে দলকে সুসংগঠিত করার আহবান জানানো হয়।