1. rupom_diu@yahoo.com : Abul Kalam Azad :
গোবিন্দগঞ্জে জননেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - আবুল কালাম আজাদ
গোবিন্দগঞ্জে জননেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
গোবিন্দগঞ্জে জননেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) বিকেল ৫টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বৈরাগীবাজারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালে আজকের দিনে দেশে ফেরার মধ্য দিয়ে তাঁর নির্বাসিত জীবনের ইতি ঘটে। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রায় ছয় বছর বিদেশে নির্বাসিত ছিলেন শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বিপথগামী সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। সেদিন বিদেশে অবস্থান করছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। খুনিচক্র চেয়েছিল বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে। স্বামীর কর্মস্থল জার্মানি থেকে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা।
উপজেলা আওয়ামী তাঁতীলীগের সভাপতি আব্দুল মমিন শেখ রুবেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সাগর ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম—আহবায়ক তৌকির হাসান রচি, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা সালজার রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা ও জয় বাংলা ঐক্য পরিষদের জেলা শাখার সহ—সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ—সভাপতি মোঃ আবু জাফর মন্ডল, কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান চাঁদ মিয়া, সাবেক ইউ,পি সদস্য শাজাহান, সাইফুল, আলাউদ্দিন ভোলা, কোচাশহর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ খাজা তালুকদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবু তাহের প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা—কর্মী উপস্থিত ছিলেন।