তালুককানুপুর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার নেতাকর্মীদের পরামর্শ সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে করণীয় বিষয়ক নেতাকর্মীদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) রাতে তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর বাজারের এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, দরবস্ত ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তালুককানুপুর ইউপির নৌকা মার্কার প্রার্থী মাসুদ আলম মণ্ডল, স্থানীয় সাংসদের সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, পৌরসভার প্যানেল মেয়র উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিন আকন্দ,জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সহকারী অধ্যাপক রওনক জামান, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামাদরদহ ইউপির চেয়ারম্যান উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু সাইদ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য জাফুরুল ইসলাম জাফু প্রমুখ। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, আগামী ১৭ জুলাই তালুককানুপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার নমিনি মাসুদ আলম মন্ডলকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা তুলে ধরেন। ভোটার উপস্থিতি বাড়ানোর সর্বাত্মক আহবান জানানো হয়। ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকলের প্রতি সহযোগিতা কামনা করে নৌকা প্রতীকের শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।