1. rupom_diu@yahoo.com : Abul Kalam Azad :
গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা - আবুল কালাম আজাদ
গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা
গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। তাই আগামীতেও আওয়ামী লীগকে নির্বাচিত করতে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ড হিন্দুপাড়ায় যুবসমাজের উদ্যোগে আয়োজিত “শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ও গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা যুবলীগ নেতা রুহুল আমিন সিহাব, বরিশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) নিবারন বিএসসি, ধাপেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন মাষ্টার, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল, কোমরপুর চারমাথা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক উত্তম মাষ্টার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য বিনয় চন্দ্র বাবলু, বিমলেন্দু চন্দ্র বর্মনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ আরও বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নেই। বিশ্বের সবাই এখন বাংলাদেশ নিয়ে প্রশংসা করে। এর মূল কারণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব।