
১৯৭৫ সালের ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সহ সকল শহীদের স্মরণে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ সাপমারা ইউনিয়নের ৪ ও ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪, আসনের সাবেক সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
১১ই আগস্ট (বুধবার) বিকাল ৪ টায় সাপমারা ইউনিয়নের কাটামোড়ে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে ও সাপমারা ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক মোঃ তারেকুল বাশার দুলাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ১৫ই আগস্ট শহীদদের স্মরণে এক মিনিট শোক পালনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে ১৫ই আগস্ট শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খন্দকার আব্দুর রহমান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জাকারিয়া ইসলাম জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, ক্রিয়া বিষয়ক সম্পাদক বাবু শৈলন্দ মোহন রায় স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক সফল সভাপতি, সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোবিন্দগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, কমিশনার গোবিন্দগঞ্জ পৌরসভা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোঃ হামিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক তৌকির হাসান রচি, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাশেদ আহম্মেদ রানা, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, উপজেলা তাঁতীলীগ আহ্বায়ক রুবেল ডাক্তারসহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এ মাস বাঙালী জাতির জন্য কলঙ্কিত মাস। যারা এই মাসে আওয়ামী লীগ এর নাম ভাঙিয়ে গান বাজনায় মত্ত থাকে তারা কখনই আওয়ামী লীগকে ভালবাসতে পারেনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে। আওয়ামী লীগের মধ্যে ভাঙন তৈরির অপচেষ্টায় মত্ত থাকেন। তিনি বলেন সবাই বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, আর মৃত্যুর আগপর্যন্ত থাকবো।