গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বস্ত্র বিতরণ, কাঙ্গালী ভোজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা, বস্ত্র বিতরণ, কাঙ্গালী ভোজ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ আগষ্ট বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের আয়োজনে বানেশ্বর বাজারে ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি রাহেল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

রাজাহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুবো ক্রীড়া সম্পাদক বাবু শৈলান্দ মহন রায় স্বপন,শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভূট্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম, পৌর ১ নং প্যানেল মেয়র শাহিন আকন্দ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক তারিক রিফাত, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল হক, যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, শাখাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি তরিকুজ্জামান সাগর, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম, মাহমুদ হাসান সুমন ,সদস্য সজীব সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নেতৃবৃন্দ।