
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ বছর! বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩শে জুন) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী-অঙ্গ সংগঠনের নেতৃত্বে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মূর্যালে এসে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মাস্টার, মুস্তাফিজুর রহমান নজমু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম শাহীন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র-১ শাহিন আকন্দ, প্যানেল মেয়র-২ রিমন তালুকদার,কাউন্সিলর আনারুল ইসলাম আন্টু, কাউন্সিলর মাজেদুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু। আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দসহ প্রত্যেক ফ্রন্ডের সভাপতি সম্পাদক ও সর্বস্তরের নেতৃবৃন্দ।