গোবিন্দগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আবুল কালাম আজাদের মতবিনিময় ও আলোচনা সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে যুবসমাজের আয়োজনে বিশাল মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন দিগদাইড়সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ ও ৭ নং ওয়ার্ড যুবসমাজ আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
নুনতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নির্মল দেব গুল্টু বাবুর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করছে। যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি দেশে কর্ণফুলী নদীতে ট্যানেল নির্মাণ, এলিফেডেট এক্সপ্রেস চালু, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা, আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে আবারও সরকার গঠনে প্রতিটি সংসদীয় আসনে নৌকা প্রতীককে বিজয়ী করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমি এই সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। বিগত সময়ে আমি এমপি নির্বাচিত হয়ে যেভাবে এ উপজেলার প্রতিটি বিভাগে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং এখনও যা অসম্পূর্ণ রয়েছে তা সম্পন্নের জন্য আগামীতে আমাকে নৌকার নমীনি ঘোষণা করা হলে আপনারা একাত্বতায় আমাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।
ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার রায়ের সঞ্চলানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শ্যামলেন্দু মোহন রায় জিবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কামারদহ ইউনিয়নের চেয়ারম্যান তৌকির হাসান রচি, বিশিষ্ট ব্যবসায়ী জিলহাজ্ব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম জাফু, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান মোল্লা, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম, যুবলীগ নেতা আইয়ুব হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী কফিরুল ইসলাম, সাবেক বিজিবি সদস্য সুলতান মাহমুদ ফুল মিয়া, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জীবন মন্ডল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আহবায়ক তারেকুল বাশার দুলাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বাবুল ইসলাম, সুজন দেব, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অকুল প্রধান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহারুল প্রধান, আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল ইসলাম, আব্দুল লতিফ মন্ডল, জুলফিকার আলী ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ বিন সজীবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।