1. rupom_diu@yahoo.com : Abul Kalam Azad :
গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন - আবুল কালাম আজাদ
গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন
গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষিকী পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শোক র‍্যালী, দোয়া, খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
১৫ই আগষ্ঠ (রবিবার) সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশাল শোক র‌্যালী পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পণ শেষে ধানসিড়ি স্কুল মাঠে এক আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমন শাহিন, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলজার রহমান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ১ নং পৌর প্যানেল মেয়র শাহিন আকন্দ, পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি ২ নং পৌর প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুমা রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম।