গোবিন্দগঞ্জে আব্দুর রহমান মাস্টার ও ইয়াছিন আলীর অকাল প্রয়াণে স্মরণ সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার এবং তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম ইয়াছিন আলীর অকাল প্রয়াণে বিশাল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) বিকালে তালুককানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার আব্দুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
তিনি তার বক্তব্যে বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার আব্দুর রহমান মাস্টারের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই উজ্জ্বল নক্ষত্র খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ইয়াছিন আলীকে স্মরণ করে তিনি বলেন- তালুককানুপুর ইউনিয়নে আওয়ামী লীগকে তারা তিল তিল করে আজকের শক্ত অবস্থানে নিয়ে এসেছেন। এজন্য বিভিন্ন সময়ে নানা বাধা-বিপত্তি-নির্যাতন তাদের সহ্য করতে হয়েছে।
এছাড়াও তিনি হরিরামপুর ইউপির মরহুম চেয়ারম্যান ছবদের আলী,দরবস্ত ইউনিয়ন মোস্তাফিজুর রহমান নজমু,মহিমাগঞ্জ ইউপির মরহুম চেয়ারম্যান ময়নুল হক সরকার সহ বিভিন্ন ইউনিয়নের প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ করেন। আগামীতে বাংলাদেশকে ডিজিটাল ও স্মার্ট করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী মো. জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল,গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মো. মুকিতুর রহমান রাফি,তালুককানুপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আতিকুর রহমান মন্ডল আতিক উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর মন্ডল আতিক, পৌরসভার প্যানেল মেয়র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ,সাপমারা ইউপির চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,কামারদহ ইউপির চেয়ারম্যান মো. তৌকির হাসান রচি,তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ভার প্রাপ্ত) চেয়ারম্যান আবু সাইদ লিটন, পৌরসভার কাউন্সিলর উপজেলা আওয়ামীলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম জাফু,শাখাহার ইউপির সাবেক চেয়ারম্যান তাহাজুল ইসলান ভুট্টু,মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান,শালমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক,ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবীকলীগ নেতা মাহমুদ আলামিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম,বাবুল ইসলাম,ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যরা।
স্মরণসভায় তালুককানুপুর ইউনিয়নের বিপুল সংখ্যক নানা শ্রেণি-পেশা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।