গোবিন্দগঞ্জের কোমরপুরে শেখ হাসিনার উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসলে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা আমাদের শেষ ঠিকানা। বঙ্গবন্ধু কন্যা না থাকলে দেশের বুকে লাল সবুজের পতাকা থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন যুব সমাজের আয়োজনে কোমরপুর বাজারে রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত চক্রের ষড়যন্ত্রকে রুখে দিতে সংঘবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। এখন তাদের সঙ্গে রাজনীতি করতে হলে শক্ত হাতে রাজনীতি করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম কায়দার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, বরিশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মাষ্টার, কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বিএসসি, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, গাইবান্ধা জেলা তাঁতীলীগের সহ-সভাপতি প্রভাষক রাগিবুল ইসলাম রাসেল, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বাবুল ইসলাম, বরিশাল ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রদীপ মহন্ত, দরবস্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলআমিন সরকার, সাবেক যুগ্ন আহবায়ক রায়হান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ওয়ালিদ ও জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম বিভোর।
এসময় বক্তরা আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৪ বছরের শাসনামলের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্যতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধির কথা আলোচনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম ও সার্বিক সহযোগিতা করেন মোস্তফা আহমেদ বিপু।