কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে শোক সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

গোবিন্দগঞ্জে কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা, দোয়া মাহফিল, খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) বিকালে কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্যামলেন্দু মোহন রায় স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে পশ্চিমাদের শোষণ-বঞ্চনার প্রতিবাদ করে বাঙালিদের একত্র করে মহান মুক্তিযুদ্ধের ডাক দেন। জাতি পায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এরপর ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি দূর করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কর্মসূচি হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। সেই সময় ১৯৭৫ এর ১৫ আগস্টে সেনাবাহিনী কুচক্রী কর্মকর্তারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। জাতিকে নেতৃত্ব শুন্য করার ঘৃণ্য মানসিকতায় সে দিনের সেই কুচক্রী মহলকে এই বাংলায় কেউ কেউ স্বাবলম্বী করেছে। আজ তাদের পরাজয় হয়েছে। দেশ শাসনের দায়িত্ব নিয়ে জননেত্রী শেখ হাসনিা আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে দেশকে। তাঁর হাতকে শক্তিশালী করতে উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

পরে ১৫ আগস্টে সকল শহীদরে মাগফেরাত কামনা করে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। শেষে দুঃস্থদের মাঝে পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম,বাবুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ন আহবায়ক আতাউর রহমান আতা, ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক আহসান হাবিব রঞ্জু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন রানুসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।